নিউজ ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো নতুন রুশ অঞ্চলগুলোতে খনিজ সম্পদের যৌথ উন্নয়ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর মধ্যে ডোনেস্ক এবং লুগানস্ক পিপলস রিপাবলিক, পাশাপাশি খেরসন এবং জাপোরোজিয়ে অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) রাশিয়া ওয়ান টিভির সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান পুতিন।
পুতিন উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের সঙ্গে রেয়ার আর্থ মিনারেলস না বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে, তবে এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ইউক্রেনের বিরল খনিজ সম্পদের প্রকৃত মজুদ এখনও সঠিক ভাবে নির্ধারণ করা হয়নি।
রুশ নেতা আরও বলেন, মস্কো নিজস্ব বিরল খনিজ সম্পদের ক্ষেত্র গুলো উন্নয়নের ওপর বেশি মনোযোগ দেবে, কারণ এটি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা এখানে আমাদের মার্কিন বন্ধু প্রস্তাব দিতে প্রস্তুত… যদি তারা একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখায়। পুতিন এখানে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার কথাই উল্লেখ করেছেন।
তিনি আরও যোগ করেন, রাশিয়া বিশ্বের বিরল খনিজ সম্পদের মজুদের ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশ এবং এই সম্পদ উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। পুতিন বলেন, আমাদের নতুন ঐতিহাসিক অঞ্চলগুলো, যা রাশিয়ান ফেডারেশনে ফিরে এসেছে, সেগুলোতে উল্লেখযোগ্য খনিজ সম্পদ রয়েছে।
উল্লেখ্য, ডোনেস্ক ও লুগানস্ক পিপলস রিপাবলিক, পাশাপাশি খেরসন এবং জাপোরোজিয়ে অঞ্চল ২০২২ সালের গণভোটের পর রাশিয়ার অংশ হয়ে ওঠে। ফোর্বসের ২০২৩ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের মোট খনিজ সম্পদের মূল্য প্রায় ১৫ ট্রিলিয়ন ডলার, যার প্রায় অর্ধেকই রাশিয়ার ডোনেস্ক ও লুগানস্ক পিপলস রিপাবলিকে অবস্থিত।
সূত্র: স্পুটনিক