চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ম্যাচের আগে নজরে পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দুটি ম্যাচে খেলে ফেলেছে। দুটি ম্যাচেই জয়লাভ করেছে। পয়েন্ট হল চার। নেট রানরেট +০.৮৬৩। তাদের এই জয় নিশ্চিত করেছে ভারতের সেমিফাইনালও। দুবাইয়ে যারা অবস্থান করছে হাইব্রিড মডেলের এই আসরের একমাত্র বাইরে থাকা দল হিসেবে।

তবে এই ম্যাচের আগেও পয়েন্ট টেবিলে খানিক চোখ রাখতেই চাইবে দলগুলো। আগামী ২ মার্চ ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন কিউইরা। সেই ম্যাচে যারা জয়ী হবে, তারাই থাকবে গ্রুপের শীর্ষে। সেটা নির্ধারণ করে দেবে ‘এ’ গ্রুপের কোন দল সঙ্গী হবে তাদের।

আবার বাংলাদেশ এবং পাকিস্তানও নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে নামছে আগামী ২৭ তারিখ। দুই ম্যাচ হেরেছে দুই দলই। নিশ্চিত হয়েছে বিদায়। তবে গ্রুপের একেবারে শেষ দল হিসেবে বিদায়ের লজ্জা পেতে চাইবে না কেউ। এটা একপ্রকার নিশ্চিত।

এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। আর দুটি ম্যাচেই জিতেছে। ঝুলিতে আছে চার পয়েন্ট। নেট রানরেট +০.৬৪৭।

বাংলাদেশ দুটি ম্যাচেই হেরে গিয়েছে। নেট রানরেট হল -০.৪৪৩। আপাতত গ্রুপ ‘এ’-তে তিন নম্বরে আছে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবে। আর আয়োজক দেশ পাকিস্তান আছে একেবারে শেষ স্থানে। নেট রানরেট – ১.০৮৭।

পূর্ববর্তী নিবন্ধবিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন  
পরবর্তী নিবন্ধমুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে ভারতীয় কিংবদন্তির কড়া সমালোচনা