চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আমেনা বেগম, পুলিশের এন্টি টেরিরিজম ইউনিটের ডিআইজি মো: নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো: আব্দুল কুদ্দুস আমিন এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো: আজাদ মিয়া।

পূর্ববর্তী নিবন্ধস্টান্ট করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা
পরবর্তী নিবন্ধকবি ও কথা সাহিত্যিক নাজনীন শুভ্র’র ২ টি বইয়ের মোড়ক উন্মোচন