স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা

বিনোদন ডেস্ক:

সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা গুরু রানধাওয়া। ‘শাওনকি সর্দার’-সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে দুর্ঘটনার কথা জানালেন গুরু রানধাওয়া। ছবিতে দেখা যায়, গলায় সার্ভিক্যাল কলার। চেহারা আংশিক রক্তাক্ত। মাথায় ব্যান্ডেজ। চোখে-মুখে চোটের ছাপ স্পষ্ট। তবুও অদম্য মনের জোর।

হাসপাতাল থেকে ছবি শেয়ার করে গায়ক-অভিনেতা জানালেন, ‘আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল এখনও অটুট, সেটা ভাঙেনি। শাওনকি সর্দার ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।’

হাসপাতালে গুরু রানধাওয়াকে এভাবে দেখে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। এমনকি ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংয়ের মতো অনেক তারকারাও উদ্বেগ প্রকাশ করেন।

গুরু রানধাওয়ারের ‘শাওনকি সর্দার’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা। এখন ছবিতে অভিনয় করলেও মূলত তিনি গায়ক। তাই তো তাকে অ্যাকশন হিরো অবতারে দেখতে মরিয়া দর্শক। আর সেরকম দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপদে পড়লেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর