শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও হাসান তানভীর উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, শেখ মনজুর করিম ও মো. মনিরুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংক জিয়া পরিষদ ও কর্মচারী সংঘের পক্ষেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধআমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি : জামায়াত আমির