নিজস্ব প্রতিবেদক
রাজধানী উত্তরার বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (২৫) ও কালিমা আকরাম (মিম)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার (বিএনএস) সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে তার স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।