কুশলের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং লক্ষ্য, সিরিজ বাঁচাতে পারবে অসিরা?

স্পোর্টস ডেস্ক:

সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২১৪ রানের পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। কলম্বোতে আজ (শুক্রবার) দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। এই ম্যাচে আরও বড় সংগ্রহ দাঁড় করিয়েছে লঙ্কানরা।

কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে স্বাগতিক দল ৪ উইকেটে তুলেছে ২৮১ রান। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮২।

কলম্বোতে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (৬) হারালেও খেই হারায়নি শ্রীলঙ্কা। নিশান মাদুশকা আর কুশল মেন্ডিস গড়েন ৯৮ রানের জুটি। মাদুশকার ব্যাট থেকে আসে ৫১। এরপর কামিন্দু মেন্ডিস ফিরে যান ৪ করেই।

তবে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি কুশল মেন্ডিস। ১১৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি।

শেষদিকে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ আর জানিথ লিয়ানাগে ২১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে পৌনে তিনশর দুয়ারে পৌঁছে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে নির্মম প্রতিশোধ শ্রীলঙ্কার
পরবর্তী নিবন্ধএক দিন পিছিয়ে যাচ্ছে আইপিএল শুরুর সময়!