ড. ইউনূসকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আ.লীগ, ভারতীয় মিডিয়াও জড়িত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত বলে দাবি করেছেন তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। বইটি লিখেছেন জি এম রাজিব হোসেন।

শফিকুল আলম বলেন, ‘ওদের (আওয়ামী লীগ) মেসেজে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে যারা আছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল কনস্ট্রাকটেড ক্যাম্পেইন এবং এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। মিলিয়নস অব ডলার খরচ করছে হাসিনার অলিগার্কগুলো।’

তিনি (শেখ হাসিনা) একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে তোমরা যেটাকে গণঅভ্যুত্থান বলছ সেটা আসলে গণঅভ্যুত্থান না। এটা খুব বড় রকমের একটা চক্রান্ত। তারা যদি কোনোভাবে বিদেশিদের বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনোকিছু, যে লোকটাকে দেখছো এটা সেটা না।’

প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস পাব্লিক লাইফে আছেন ছয় দশক ধরে। তাকে সবাই চেনে। অথচ তাকে তারা এভাবে পোট্রেট করছে। কারণ নতুন বাংলাদেশের যে ইউনিক ইতিহাস এটাকে তারা উল্টে দিতে চায়। এই কাজটা কিন্তু তারা আগে করেছে। পুরো ১৫ বছরে কয়টা লেখক আছে যে ১৯৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে লিখেছে? কেউ নেই।’

শফিকু আলম বলেন, ‘আপনাকে শোষণ করার মূল হাতিয়ার হলো আপনার হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া। তারা ওপ্রেসর (নিপীড়ক), কিন্তু বিদেশে গিয়ে বলছে তারা ওপ্রেসড (নিপীড়িত)। পুরো বাংলাদেশ থেকে তিনি (শেখ হাসিনা) এবং তার লোকেরা ২৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার লোককে খুন করেছে, যাদের কারও কারও বয়স ৪-৮ বছর।’

তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) সময়ে শাপলাচত্বর হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর (দেলাওয়ার হোসাইন সাঈদী) ভার্ডিক্টের (বিচার) পর কী ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সির লোকজন পিটিয়ে পুলিশে দিয়েছে, আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একজন চিফ জাস্টিসের অবস্থা যদি এই হয় তাহলে কোন জাস্টিস ইন্ডিপেন্ডেন্ট আছে?’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা
পরবর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন