আলিসের পর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

স্পোর্টস ডেস্ক:

আলিস আল ইসলামের পর চিটাগং কিংসের আরেক স্পিনার আরাফাত সানি সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন। নিয়ম অনুযায়ী, সাতদিনের মধ্যে অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে। তবে এর মধ্যে খেলতে বাধা নেই।

আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে গত ১ ফেব্রুয়ারি লিগপর্বের ম্যাচে। ফরচুন বরিশালের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভার বল করে ৪১ রানে ১টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

এরপর গতকাল (সোমবার) কোয়ালিফায়ার ম্যাচেও বরিশালের বিপক্ষে খেলেছেন আরাফাত সানি। এই ম্যাচে ২ ওভার বল করে ১১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

আরাফাত সানি খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে ৬ তারিখ বোলিং অ্যাকশন বোলিং দিবেন সানি।

আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেও তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে অবশ্য অ্যাকশন শুধরে ফেরেন তিনি।

এদিকে চিটাগংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করার পর পরীক্ষা দিয়েছেন আলিস। যে পরীক্ষার ফল এখনো আসেনি।

পূর্ববর্তী নিবন্ধজোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর
পরবর্তী নিবন্ধ৪ বোন ২ ভাই, বাবার জমি পপির চাই