স্পোর্টস ডেস্ক:
জার্মান বুন্দেসলিগায় ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হোলস্টেইন কিয়েলকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন বায়ার্ন তারকা হ্যারি কেইন।
বুন্দেসলিগার ইতিহাসে ৫০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন কেইন। ২০২৩ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর বায়ার্নের জার্সিতে ৫০ ম্যাচে ৫৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড।
এর আগে অর্ধশত ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল আরলিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০টি গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা।
গতকাল শনিবার রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গোল উৎসবের শুরু করেন জামাল মুসিয়ালা। ১৯ মিনিটে জার্মান মিডফিল্ডারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) গোল করেন কেইন। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন কেইন। ৪৬ মিনিটে ইংলিশ ফরোয়ার্ডের গোলে ৩-০ তে এগিয়ে যায় বায়ার্ন। ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন সার্জে ন্যাবরি।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হোলস্টেইন। রীতিমতো বায়ার্নকে চমকও দেখায় তারা। ২৯ মিনিটের ব্যবধানে বায়ার্নের জালে তিনবার বল জমা করে সফরকারীরা।
হোলস্টেইনের হয়ে প্রথমে গোল করেন ফিন পোরাথ। ৬২ মিনিটে জার্মাান মিডফিল্ডারের গোলে ব্যবধান ৪-১ করে সফরকারীরা। বাকি দুই গোল হয় অতিরিক্ত সময়ে। ৯১ ও ৯৩ মিনিটে গোল করেন স্টিভেন স্করজিবস্কি। জার্মান স্ট্রাইকারের জোড়া গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করে হোলস্টেইন।
২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বায়ার লেভারকুসেন। ২০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দুইয়ে হোলস্টেইন।