নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার সুফল অচিরেই পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। ঢাকাসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, পুলিশ তা করছে। ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদের ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় আমরা অচিরেই সুফল পাবো।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।
জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তবে শীর্ষ সন্ত্রাসীদের এখনো ট্রেস করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন, আমাদের পরিকল্পনা সব সময়ের জন্য রয়েছে। কোনো সন্ত্রাসীই আইনের হাত থেকে রক্ষা পাবে না। সব সময়ের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য সক্রিয় রয়েছি।
এর আগে ডিবি পুলিশের কয়েকটি অভিযানে আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরে ডিবিপ্রধান বলেন, গত ২৮ জানুয়ারি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার পটুয়াখালী থেকে কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সরকারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাকিরা হলেন- জাহিদুল ভুঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
এর আগে এ ঘটনায় আরও দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে জানিয়ে রেজাউল করিম বলেন, মিনহাজকে পূর্বশক্রতার জের ধরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিং মাহফুজ গ্রুপের রাজনৈতিক পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে যারই সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় নিয়ে আসবো।