সময়মতো দাবি পরিশোধ করায় ব্যবসা বেড়েছে ন্যাশনাল লাইফের: মো. কাজিম উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সফল উন্নয়ন কর্মীদের নিয়ে বার্ষিক ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, যথাসময়ে সকল বীমা কোম্পানি দাবি পরিশোধ করলে বীমা প্রতি মানুষের আস্থা বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বীমার অবদান আরও বাড়বে।
বিজ্ঞাপন

তিনি বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ করায় দেশের শত প্রতিকূলতার মধ্যেও ন্যাশনাল লাইফ ব্যবসায়ীক সাফল্য ধরে রেখেছে। যার প্রেক্ষিতে ন্যাশনাল লাইফ পর পর দুই বছর জাতীয় পুরস্কারসহ দেশীয় ও আন্তর্জাতিক নানা স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, একদিনে দাবি পরিশোধ করায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বাড়ছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. এনামুল হক ও উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। কনফারেন্সে কোম্পানির উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ সারাদেশ থেকে প্রায় ১ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে নবায়ন ও নতুন প্রিমিয়াম সংগ্রহে শীর্ষস্থান অর্জনকারীদের বিশেষ সম্মাননা জানানো হয় এবং জানুয়ারি মাসে খন্ডকালীন সময়ে লক্ষমাত্রা অর্জনকারী বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুদাবি পরিশোধ করলো জেনিথ লাইফ