কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে বাস ও পরিবহনগুলোকে। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। কনকনে ঠান্ডায় কাজে বের হওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। বিশেষ করে গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে ভুগছেন অসহায় মানুষজন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পৌর শহরের রিকশাচালক মো. শামীম বলেন, মাঘ মাস পড়েছে, প্রচুর ঠান্ডা। রিকশা নিয়ে বের হওয়া যায় না। দিনের বেলা কোনোমতে রিকশা চালাতে পারলেও রাত ৯টার পর তো সম্ভব হয় না।

দিনমজুর মো. নুর ইসলাম বলেন, শীতে ঘুম থেকে উঠে কাজে যেতে দেরি হয়। সময়মতো কাজে না পৌঁছালে দিনটাই মাটি। আর গরম কাপড় কেনারতো সামর্থ্য নেই। খুব কষ্টে দিন যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ