স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুড়ে অর্থ-জৌলুস ও চাকচিক্যে ঘেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল (সোমবার) এই প্রতিযোগিতার দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যার জন্য ৩৯ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও, দল পেয়েছেন তিনজন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা।
পিএসএলে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটগরি থেকে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত– ৫০ লাখ ডলার এবং বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। চলমান বিপিএলে নাহিদ রানাকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নেয় রংপুর রাইডার্স।
রংপুর ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে তিনি দারুণ বোলিংও করছেন, তবে পারিশ্রমিকের বিবেচনায় রানা বেশি আয় করবেন পিএসএলে। বিপিএলে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। অর্থাৎ, দেশীয় এই টুর্নামেন্টের চেয়ে নাহিদ রানা পিএসএলে দ্বিগুণেরও বেশি আয় করবেন।
অন্যদিকে, পিএসএলে দল পেয়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার– লিটন দাস ও রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছে লিটনকে। যেখানে তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। এটি তার বিপিএলে পাওয়া পারিশ্রমিকের অর্ধেক। বিপিএলের চলমান একাদশ আসরে এই উইকেটরক্ষক ব্যাটারকে ‘এ’ ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। যেখানে লিটনের পারিশ্রমিক ৬০ লাখ টাকা।
এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কালান্দার্স এই লেগ স্পিন-অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার বা ৩০ লাখ টাকা। লিটনের মতো রিশাদেরও বিপিএলের চেয়ে পারিশ্রমিক কমছে পিএসএলে। রিশাদ ‘এ’ ক্যাটাগরি (৬০ লাখ টাকা) থেকে এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন।
প্রসঙ্গত, পিএসএলের দশম আসরে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ (প্লাটিনাম) ক্যাটাগরিতে নাম দিলেও, তাদের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। পিএসএলের আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ৮ এপ্রিল থেকে। পরবর্তীতে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৯ মে হবে দশম আসরের ফাইনাল।