যুক্তরাষ্ট্রে আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে বিমানের সংঘর্ষ

নিউজ ডেস্ক

ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত সেখানে অন্তত ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। এর মধ্যেই, আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে একটি অগ্নিনির্বাপক বিমানের সংর্ষের খবর পাওয়া গেছে।

বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন মতে, সংঘর্ষে ‘সুপার স্কুপার’ নামে পরিচিত বিমানটির ডানায় একটি গর্ত হয়ে গিয়েছিল। তবে এটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সংস্থাটি আরও বলছে, ‘দাবানলের কাছাকাছি ড্রোন উড্ডয়ন করা বিপজ্জনক এবং এতে প্রাণহানির শঙ্কা থাকে।’

জানা যায়, অগ্নিনির্বাপক প্রচেষ্টার মধ্যে ড্রোন উড্ডয়ন যুক্তরাষ্ট্রে একটি ফৌজদারি অপরাধ এবং এর কারণে ১২ মাস পর্যন্ত জেল বা ৭৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুন প্রায় এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশ কারাবন্দিকে নামানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভাতে কাজ করছে।

সিডিসিআর জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত ৩৯৫ জন কারাবন্দি আগুন নেভানোর চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি