সিনিয়র সহকারী সচিব সাদিকুর রহমান বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে পদোন্নতির কোটা নিয়ে আন্তক্যাডার বিবাদের মধ্যে ফেইসবুকে মন্তব্য করার জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ওএসডি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

‘অসদাচরণের অভিযোগে’ তাকে সাময়িক বরখাস্ত করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “রোববার তাকে ওএসডি করা হয়েছিল। আজ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হল।”

অভিযোগটি কী ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২৫ ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে ওই পোস্ট দিয়েছিলেন সবুজ। তবে জনপ্রশাসনের এ কর্মকর্তা দাবি করেছেন, তার ওই পোস্ট ২৫ ক্যাডার সংশ্লিষ্ট নয়।

বিসিএস ৩৩ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের ফেসবুক আইডিতে গেলে এখন আর ওই পোস্ট দেখা যাচ্ছে না। তার সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া সুপারিশ ঘিরে প্রশাসন ক্যাডারের সঙ্গে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা। দুই পক্ষই নিজেদের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।

উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ হারে পদোন্নতির সম্ভাব্য সুপারিশ ‘অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। তাদের তরফে উপসচিবের শতভাগ পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দাবি করা হচ্ছে।

সাদিকুর রহমান সবুজকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ১৭