সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আশুলিয়ায় মরদেহে আগুন: হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসামিদের গ্রেফতারের এ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আগামী ২৬ জানুয়ারি তার বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ৮