হাসান আরিফের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা নগরীর ধানমন্ডি-৭ এ উপদেষ্টা এ এফ হাসান আরিফের নামাজে জানাজায় অংশ নিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে।

এর আগে, প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস উপদেষ্টা আজ বিকেলে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

পরে তিনি প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে নগরীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৮৫ বছর।

তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফখরুল
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি