বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ৮ টা ৩৫ মিনিটে রাজধানীর বনশ্রী ব্লক-সি, রোড-৪, ১৬ বাসার ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা মো. শাজাহান বলেন, বনশ্রীতে ৬ তলা বিশিষ্ট একটি ভবনে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
পরবর্তী নিবন্ধহাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টাদের শোক