আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি মোঃ রাফাত উল্লা খান

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট ব্যাংকার মোঃ রাফাত উল্লা খান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্যাংকিং খাতে তার ৩০ বছরেরও বেশি সময়র অভিজ্ঞতা রয়ছ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যাগদানর পূর্র্ব তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাব¯াপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামলকা হিসব কর্মরত ছিলন।
জনাব মাঃ রাফাত উল্লা খান ১৯৯৪ সাল ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচর প্রবশনারি অফিসার হিসব যাগদানর মাধ্যম তাঁর কর্মজীবন শুরু করন। পরবর্তীত তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ও নতত্ব¯ানীয় পদ কর্মরত ছিলন। ব্যাংকিংয়র বিভিন শাখা ও প্রধান কার্যালয় জুড় ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষত্রই ক্রডিট রি¯ ম্যানজমট, কর্পারট ব্যাংকিং, প্রডাক্ট ডভলপমট ও প্রসস অ্যান্ড পলিসি মকিং এর মতা বিস্তত ক্ষত্রগুলাত তার রয়ছ বচিত্রময় কর্মজীবন।
জনাব মাঃ রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া একটি স্বনামধন্য প্রাইভট বিশ্ববিদ্যালয় থকে এমবিএ ডিগ্রি অর্জনের মাধ্যম তার পশাগত দক্ষতা ব্যাপক সম্প্রসারিত হয়। পেশাগত প্রয়াজন তিনি নপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত সহ দশীয় ও আÍর্জাতিকভাবে অসংখ্য সমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি 
পরবর্তী নিবন্ধআজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান