ড.  ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

ডি-৮ সম্মেলনে যোগ দিতে গতকাল (১৮ ডিসেম্বর) মিসর যান ড. মুহাম্মদ ইউনূস।

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে অংশ নিতে মিসর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়।

পূর্ববর্তী নিবন্ধযথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ