নিউজ ডেস্ক:
কূটনৈতিক টানাপোড়েনে শুধু বাংলাদেশ নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সাম্প্রতিক সময়ের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে।
রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক- পিপল অব সাউথ এশিয়ে ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, আমরা আশা করি এই অচল অবস্থা কাটিয়ে উঠতে পারবো। আর অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ স্থাপন। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। আমি আশা করব তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন।
তিনি বলেন, সার্ক শক্তিশালী হোক এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত পজিটিভ। আমরা আঞ্চলিকভাবে একটি স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে চাই।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অস্থায়ী হতে পারে কিন্তু দেশ ও স্বার্থ স্থায়ী। আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে সার্ক নিয়ে একটি পজিটিভ অ্যাটিচিউট মানুষের মধ্যে আছে। রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হচ্ছে এটিকে এগিয়ে নেওয়া। সচিব পর্যায়ের একটি বৈঠক শুরু হোক যেটি গত ১০ বছরে হয়নি, তারপর আমরা চেষ্টা করব কিভাবে একটি সামিটে রূপান্তরিত করা যায়।
আঞ্চলিক দারিদ্র দূরকরণে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি তাহলে এই অঞ্চলের দারিদ্র দূর করা যাবে। দারিদ্র থেকে সকলকে বের করে নিয়ে আসতে হবে। আমরা কিছুটা সাফল্য অর্জন করিনি তা কিন্তু না, আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে সেজন্য সবার সহযোগিতা লাগবে। সার্ককে আমাদের কর্মক্ষমতা পর্যায়ে নিয়ে আসতে হবে।
সার্ক জার্নালিস্ট ফোরামের (বাংলাদেশ চ্যাপ্টার) সভাপতি নাসির আল মামুনের সভাপতিত্বে ও সেমিনার অরগানাইজিং কমিটির কনভেনার রফিকুল ইসলাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্ট্রাটেজিক এক্সপার্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।
এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার।