নিজস্ব প্রতিবেদক :
গত সপ্তাহের তুলনায় দু-একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল সহ এসব পণ্য। এদিকে স্বস্তি ফেরেনি আলু-পেঁয়াজেরর বাজারে। তবে দাম কিছুটা কমেছে ডিম ও ব্রয়লার মুরগির।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর বেশকটি বাজার ঘুরে দামের এসব চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, বাজারে সবজি বিক্রি হচ্ছে- লাউ-৮০ টাকা পিস, বাঁধাকপি ও ফুল কপি ৪০ থেকে ৬০ টাকা পিস, কালো বেগুন ৭০-৮০ টাকা কেজি, গোল বেগুন ১১০-১২০ টাকা কেজি। শিম-১০০ টাকা কেজি, বরবটি ৯০-১০০ টাকা কেজি। কুমড়া ৫০-৬০ টাকা কেজি, গাজর ১৬০ টাকা কেজি ও কাঁচামরিচ ১০০ টাকা কেজি। শশা ৮০-১০০ টাকা কেজি ও টমেটো ১০০-১৬০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আলু-৭৫ টাকা কেজি ও নতুন আলু ১২০ টাকা কেজি। ঢেঁড়শ ও পটল ৮০ টাকা কেজি।
বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০-১৫ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো দেশি ভালো মানের পেঁয়াজের কেজি ১১৫ থেকে ১২০, দেশি হাইব্রিডের কেজি ১১০ থেকে ১১৫ এবং ভারতীয় পেঁয়াজের কেজি ৯৮ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি কেজি নতুন আলু মানভেদে ৯০ থেকে ১১০ এবং পুরোনো আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে বিক্রি হওয়া নতুন আলু ভারত থেকে আমদানি করা। স্থানীয় আলু ক্ষেত থেকে ওঠার আগ পর্যন্ত দাম কমার সুযোগ কম।
তবে কিছুটা কমেছে ডিম-মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগি ২৮০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের ডজন বড় বাজারে ১৪৫ টাকায় বিক্রি হলেও মহল্লার দোকানিরা রাখছেন ১৫০ টাকা।
মাছের বাজারে দেখা যায়, গলদা চিংড়ি -৭৫০ টাকা কেজি, কই ২৬০ টাকা কেজি, শিং ৫০০-৬০০ টাকা কেজি, শোল-৭০০ টাকা কেজি, ল্যাটা ৫০০ টাকা কেজি, রুই মাছ-৩৫০-৫০০ টাকা কেজি, টেংরা-৬৫০ টাকা কেজি, পাবদা ৫৫০ টাকা কেজি, কাঁচকি ৪০০ টাকা কেজি, বোয়াল ৭৫০ টাকা কেজি, বাইম-১৫০০ টাকা কেজি, পাঙাস ১৮০ টাকা কেজি, রুপচাঁদা -৮০০ টাকা কেজি ও ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম তেমনটা বাড়েনি। কিছুটা কমেছে। কিন্তু শীতকালীন সব সবজি বাজারের এলেও সবজির দাম তুলনামূলক বেশি।