স্পোর্টস ডেস্ক :
ঠিক ঠিক এক বছর আগের এই দিনে ভারতীয়দের মধ্যে স্বীকৃত ওয়ানডেতে ২য় দ্রুততম শতক হাঁকিয়েছিলেন উর্ভি প্যাটেল। এক বছর পর টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক হাঁকালেন এই ওপেনার। মাত্র ১ বলের জন্য হলো না টি-টোয়েন্টির রেকর্ডগড়া সেঞ্চুরি।
তবে ভারতীয়দের হিসেবে ঠিকই দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন উরভি প্যাটেল। পেছনে ফেলেছেন ঋশাভ পান্তের গড়া রেকর্ড। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গুজরাটের হয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। প্রতিপক্ষ ত্রিপুরার বোলারদের বিপক্ষে ৩৫ বলে তার ইনিংস থেমেছে ১১৩ রানে।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে উরভির এমন মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে ১০.২ ওভারেই ম্যাচ জিতে নেয় গুজরাট। চলতি বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে সাহিল চৌহানের সেঞ্চুরি ছিল ২৭ বলে। আর আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেঞ্চুরি করতে উরভি খেলেছেন ২৮ বল। ভেঙেছেন ঋষাভ পান্তের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
২০১৮ সালে এই প্রতিযোগিতাতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন বর্তমানের বড় তারকা পান্ত। হিমাচল প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিটি। তাকে টপকে যেতে উরভি নিজের ইনিংস আজ সাজিয়েছেন ৭ চার এবং ১২ ছক্কা দিয়ে।
গেল বছর ২৭ নভেম্বর ৫০ ওভারের বিজয়-হাজারে ট্রফিতে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন উরভি। ইউসুফ পাঠানের ৪০ বলে সেঞ্চুরির পর সেটিই স্বীকৃত ওয়ানডে ম্যাচে ভারতের দ্রুততম সেঞ্চুরি। চলতি বছর ছিলেন আইপিএলেও। তবে আনক্যাপুড উইকেটরক্ষকের তালিকা থেকে কেউ তাকে নিতে আগ্রহ দেখায়নি।