স্পোর্টস ডেস্ক :
চলতি বছর মার্চে সর্বশেষ ওয়ানডেতে ফিফটি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও এর মাঝে আর মাত্র ৪টি ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ৪৭ রান করে আউট হয়েছিলেন তিনি।
তবে শারজায় আজ দ্বিতীয় ম্যাচে ইনিংসটাকে ফিফটির মাইফলক পার করালেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে সব ফরম্যাচ মিলিয়ে ১১তম ইনিংসে এসে ফিফটির দেখা পেলেন তিনি। সর্বশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন শান্ত।
৭৫ বল মোকাবেলা করে ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় অর্ধশত স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২। ৫৪ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ২১ রান নিয়ে।
এর আগে আউট হন সৌম্য সরকার। ব্যাট হাতে ভালো সম্ভাবনা জাগিয়ে তুলছেন, দারুণ দারুণ কিছু শটসও খেলছেন; কিন্তু আগের ম্যাচের মত ইনিংসটাকে লম্বা করতে পারলেন না সৌম্য সরকার। আজও তিনি আউট হয়ে গেলেন ৩৫ রান করে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
প্রথম ম্যাচে খুব ভালো অবস্থানে থাকার পরও লজ্জাজনক পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। আজ শারজায় সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। হারলেই সিরিজ খোয়াতে হবে। জিতলে সম্ভাবনা বেঁচে থাকবে সিরিজ জয়ের।
এমন পরিস্থিতিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমকে নিয়ে বেশ ভালো সূচনাই করে বাংলাদেশ। ৩.২ ওভারে ২৮ রানের জুটি গড়ে ফেলেন তারা দু’জন।
কিন্তু সেই আল্লাহ মোহাম্মদ গজনফারের রহস্যময় ঘূর্ণির রহস্যভেদ করতে পারলেন না তানজিদ তামিম। আগের বলটি ছিল ফুলটস। যে কারণে শট খেলেছিলেন তিনি। পরের বলটাও ফুলটসের মত ছিল; কিন্তু শেষ মুহূর্তে ফুলটস হয়নি।
আগের বলের মতই শট খেলতে গিয়ে মিড অনে আলতো করে ক্যাচটা তুলে দিলেন তামিম। হাত তুলে খাপ মেরেই ছিলেন যেন মোহাম্মদ নবি। ক্যাচ উঠতেই তালুবন্দী করে নিলেন তিনি।
এরপর নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা দারুণভাবে জমে উঠছিলো। কিন্তু সেটা ৬৭ রানের বেশি টিকলো না। রশিদ খানের ঘূর্ণিতে লেগ বিফোর হয়ে গেলেন সৌম্য। ৪৯ বল মোকাবেলা করে ২টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান করে আউট হন সৌম্য। আগের ম্যাচে করেছিলেন ৩৩। এবার ৩৫। অর্থ্যাৎ, পরপর দুই ম্যাচেই সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু ঘটালেন সৌম্য।