নিউজ ডেস্ক :
পলাতক স্বৈরশাসক ও তার দোসররা দেশে ও বিদেশে বসে এই অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি শুরু আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন। তারেক রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে র্যালি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজকের এই মিছিল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সবাইকে অভিনন্দন। গত ৫ই আগষ্ট দেশের শত্রুকে চিহ্নিত করা হয়েছে। আজকের এই রাজপথের মিছিল কারো বিরুদ্ধে প্রতিবাদের মিছিল নয়। দেশের স্বার্থরক্ষার মিছিল, নিজের অধিকার ফিরিয়ে আনার মিছিল।
তারেক রহমান বলেন, গণতন্ত্র বিরোধী অপশক্তি ও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাশাসক ও তার দোসররা চেষ্টা করছে। এই সরকারকে কোনভাবে ব্যর্থ করা যাবে না। আমাদের প্রত্যাশা এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
‘৭ নভেম্বর বাংলাদেশকে আধিপত্য রুখে দেওয়ার দিন। ৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্র রক্ষার দিন। ৭ নভেম্বর বাংলাদেশের সতন্ত্র দেশ গড়ার ইতিহাস।’ বাংলাদেশের অস্তিত্বে রয়েছে এই দলটির ইতিহাস।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ পরিকল্পিতভাবে গত ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়েছে। ফলে এক নতুন বাংলাদেশের ইতিহাস রচনা হচ্ছে। আমরা সবাই জাতীয় ঐক্য গড়ে তোলার যেকোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিবো। গণতন্ত্র ছাড়া কোন স্বৈরশাসকের আশ্রয় হবে না।
অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতাম সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র্যালি উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, র্যালি শুরুর আগে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ঢাকা মহানগর ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।