অক্টোবরে দেশে ২৯ শতাংশ বেশি বৃষ্টি

নিউজ ডেস্ক :
গেল অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একমাসের আবহাওয়া গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম জানিয়েছেন, অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত ১৪ অক্টোবর মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। ১-১৪ অক্টোবর মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। এ মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টি- ২৫০ মি.মি. চাঁদপুরে রেকর্ড করা হয় এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সে., যা ১ অক্টোবর মোংলায় রেকর্ড করা হয়।

চলতি নভেম্বর মাসেও একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধআবার ইনজুরিতে নেইমার
পরবর্তী নিবন্ধশাকিবের সঙ্গে প্রেম নিয়ে আবারও মুখ খুললেন পূজা চেরী