নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভলকার তুর্ক।
বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। এসময় তারা পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।
আজ তিনি সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।