৯ দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১৪০

নিজস্ব প্রতিবেদক

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নয়দিনে এক হাজার ১৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, দেশজুড়ে ১৮ অক্টোবর থেকে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আন্দোলনে হামলা ছাড়াও সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের ঘটনায় গ্রেফতারদের চিত্র তুলে ধরা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আন্দোলনে হামলাকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। এই অভিযান জোরদারে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

১৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযানে ছিনতাইকারী-চাঁদাবাজ-ডাকাত ২০০ জন, তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ জন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী এক হাজার ১৪০ জন, মাদক মামলায় এক হাজার ১৪৪ জন এবং অবৈধ অস্ত্রধারী ৫৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, চলমান অভিযানে অপরাধপ্রবণ এলাকায় ‘কম্বিং অপারেশন’ চালানো হচ্ছে। পুলিশের স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম বাড়ানো হয়েছে।

ডিএমপি এলাকায় ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট রয়েছে। ৩০০টি মোটরসাইকেল টিম এবং ২৫০টি টহল টিম কার্যকর রয়েছে। এছাড়া দেশব্যাপী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৭
পরবর্তী নিবন্ধআরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরায়েল : নেতানিয়াহু