ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়ায় জাতীয় দল থেকে বাদ অ্যারন জোনস

স্পোর্টস ডেস্ক :
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা দারুণ কেটেছে যুক্তরাষ্ট্রের। প্রথমবার আইসিসির কোনো বিশ্বকাপে অংশ নিয়েই সুপার এইটে উঠেছিল দলটি। তাও আবার পাকিস্তানের মতো হট ফেভারিট দলকে ছিটকে দিয়ে। পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে সেই ঐতিহাসিক মুহূর্ত এনে দেয়ার অন্যতম কারিগর ছিলেন অ্যারন জোনস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জোনস। দেশটির ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারও ধরা হয় ডানহাতি এই ফিনিশারকে। তবে এই ক্রিকেটারকেই এবার জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে। জানা গেছে, জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়ায় জোনসকে শাস্তি দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজর কেড়েছেন জোনস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে খেলেছেন সেন্ট লুসিয়া কিংসের হয়ে। সেখানে ফাইনাল ম্যাচে দানবীয় এক ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। ফলে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর আগ্রহের কেন্দ্রে এসে পড়েছেন তিনি। বেতন ও সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি থাকায় জোনসও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহী বেশি।

তবে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি জোনসের বেশি আগ্রহের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। সর্বশেষ নামিবিয়ার বিপক্ষে সিরিজের জন্য এই ক্রিকেটারকে দলে ডেকেও পায়নি যুক্তরাষ্ট্র ক্রিকেট। সিপিএলের জন্য ওই সিরিজে খেলেননি তিনি। ক্যারিবীয় খেলোয়াড় হিসেবে স্থানীয় কোটায় লিগটিতে অংশ নেন তিনি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ক্রিকেটের এনওসিও লাগেনি। তবে এসময় তাকে সতর্ক করেছিল ক্রিকেট যুক্তরাষ্ট্র।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের অংশ হিসেবে আগামীকাল (২৫ অক্টোবর) থেকে বিশ্বকাপ লিগ-২ খেলতে নামছে যুক্তরাষ্ট্র। ৫০ ওভারের এই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর সেই স্কোয়াডে নেই জোনস।

কাল থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এই সিরিজের আরেক দল নেপাল। জোনস বাদ পড়ায় প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ‘এ’ দলের হয়ে অসাধারণ পারফর্ম করা সঞ্জয় কৃঞ্চমুর্তি। সিরিজের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।

ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্মিত প্যাটেল, সাই তেজা মুক্কামাল্লা, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গির, আন্দ্রিস গুস, হারমিত সিং, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, জুয়ানোয় ড্রাইসডেল, উৎকর্ষ শ্রিবাস্তব, জাসদিপ সিং, শেডলি ভ্যান শালকোয়াক, ইয়াসির মোহাম্মদ ও সুশান্ত মোদানি।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ই-প্লাজায় উইকেন্ড ডিলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়
পরবর্তী নিবন্ধযারা সিন্ডিকেট গড়ছেন তাদের গ্রেপ্তার করুন: রিজভী