স্পোর্টস ডেস্ক :
২০২২ সালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিলেন সাবিনা খাতুনরা। প্রথমবারের মতো বাংলাদেশ পায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ। এবার লক্ষ্য সেটি ধরে রাখা। সাফের গ্রুপ পর্বে আজ রোববার (২০ অক্টোবর) প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপের ম্যাচটিতে লাল-সবুজের প্রতিপক্ষ পাকিস্তান। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে লড়াই।
অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান আসর শুরু করেছে ভারতের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে। তবে, প্রতিপক্ষের ব্যর্থতার চেয়ে বাংলাদেশ দলের নজর নিজেদের দিকে। ম্যাচে যারা ভালো খেলবে, ফল যে তাদের পক্ষেই আসবে। সেটি জানেন দলের ফরোয়ার্ড তহুরা খাতুনও। ম্যাচের আগে বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। বাংলাদেশের চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার।
তহুরা বলেন, ‘প্রতিপক্ষ দলকে কখনও দুর্বল ভাবা যাবে না। পাকিস্তান আগের চেয়ে উন্নতি করেছে। আমাদের জিততে হলে সেরাটা দিতে হবে। নিজের জায়গা থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। দল হিসেবেও আমাদের সেটি করতে হবে। দল হিসেবে আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে আশা করি মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারব।’