স্পোর্টস ডেস্ক :
৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় করেছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে কিউইরা। এর আগে ১৯৮৮ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সব মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে টেস্টে ৮ সিরিজ খেলে তৃতীয় জয় পেল কিউইরা।
সর্বশেষ ২০২১ সালে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। ওই সিরিজও হয়েছিল ভারতের মাটিতে। তবে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।
বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরিতে ৪০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এতে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড পায় কিউইরা।
দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে ৪৬২ রান করে ভারত। ডানহাতি ব্যাটারের এই দুর্দান্ত ইনিংস কোনো কাজে লাগেনি ভারতীয়দের। ৪৬২ রান করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করার মতো লিড পায়নি রোহিত শর্মার দল। কিউইদের তারা লক্ষ্য দিতে পেরেছে মাত্র ১০৭ রানের।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে গতকাল শনিবার চতুর্থ দিনে মাত্র ৪ বল খেলে নিউজিল্যান্ড। কোনো উইকেট না হারালেও খুলতে পারেননি রানের খাতাও। আজ পঞ্চম দিনে ওভারের বাকি দুই বল করেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ওভারের শেষ বলে ওপেনার টম লাথামকে (৬ বলে ০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি।
একই কৌশলে আরেক ওপেনার ডেভন কনওয়েকে (৩৯ বলে ১৭) তুলে নেন বুমরাহ।
তৃতীয় উইকেটে রাচিন রাবিন্দ্রা ও উইল ইয়ংয়ের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছে নিউজিল্যান্ড। ৭৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন ইয়ং। ৩৯ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন রাবিন্দ্রা।
১৭৩ রান করে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার রাচিন রাবিন্দ্রা।