মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ : আসিফ আকবর

বিনোদন ডেস্ক :
চলছে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সনাতন ধর্ম অনুসারী সব ভাই বোন বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত‍্যাশা ভালবাসাময় বাংলাদেশ। ভালবাসা অবিরাম।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, ‘আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান।’ এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, ‘আর আপনি একটা ইহুদি যোগাযোগ মাধ‍্যমে আইসেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।’

কমেন্ট বক্সে সানোয়ার হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, ‘জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে এদেশ একটি পরিবার আর আমরা সবাই এই পরিবারের সদস্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই তাই ধর্ম যার যার উৎসব তার তার।’

প্রসঙ্গত, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে রিচার্ড ভার্মা-আজরা জেয়ার সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
পরবর্তী নিবন্ধদুই মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো ২ লাখের বেশি