কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হোসেনাবাদ গড়েরপাড়ার আব্দুল ওহাবের ছেলে সুমন (৩৫), নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম জানান, হোসেনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেওয়া একটি ঘরে অবস্থান নেন তারা। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন অন্য ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

অন্যদিকে জহুরা খাতুন নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে মারা যান। এসব বজ্রপাতে আরও চারজন আহত হয়েছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ১০ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ