বিধ্বংসী ঝড় হ্যারিকেন মিল্টন আঘাত হানছে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন স্থানীয় সময় বুধবার আঘাত হানবে। এই হ্যারিকেনটি প্রভাবে ফ্লোরিডার টাম্পা বে-তে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্কতায় বলেছে, “যদি ঝড়টির গতিপথ একই রকম থাকে। এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পাতে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। মিল্টন এখনো ফ্লোরিডা উপকূলের জন্য বিপর্যয়কর ঝুঁকি হিসেবে অবস্থান করছে।”

হ্যারিকেন মিল্টনের প্রভাবে ফ্লোরিডার মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এদিকে হ্যারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় সেখানকার সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন অবস্থায় হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন হাই-টেক পার্কে অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধরসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা বিকেলে