কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

কেরানীগঞ্জ প্রতনিধি :
ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি হয়। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বলেন, ‘রামেরকান্দা বোর্ডিং এলাকায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় পাশে থাকা আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডকে হারাতে বাংলাদেশের দরকার ১১৯
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২১ রানে হারলো বাংলাদেশ