বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

বর্তমানে নিজের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।’

‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরবর্তীতে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সব সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি।’

তিনি আরও লেখেন, ‘যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে, অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।’

পূর্ববর্তী নিবন্ধনেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১১২
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে কারাভোগ শেষে ফিরলেন ৮৫ বাংলাদেশি