স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি করে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের ফলে দুই ধাপ নিচে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। চার থেকে নেমে ছয়ে অবস্থান করেছে বাংলাদেশ।
চেন্নাই টেস্টে জিতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করলো ভারত। ৭১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করেছে রোহিত শর্মার দল।। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ।
এদিকে গল টেস্টে নিউ জিল্যান্ডকে হারিয়ে তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের বর্তমান পয়েন্ট ৫০ শতাংশ। চারে রয়েছে নিউ জিল্যান্ড। ৪২.৮৬ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কিউইরা। খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও, ৪২.১৯ শতাংশ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করেছে পাঁচে।
৩৯.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করেছে বাংলাদেশ। ৭ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাদের পয়েন্ট ৩৮.৮৯ শতাংশ। ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নামবে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হারাতে পারলে পারলে ব্যবধানটা আবারও বাড়বে।
টেবিলের ৮ম এবং ৯ম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট ১৯.০৫ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৮.৫২ শতাংশ।