সাবেক এমপি জর্জকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিউজ ডেস্ক:

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মো. রনিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে দুপুর ১টার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সে জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
পরবর্তী নিবন্ধড. ইউনূসের প্রথম সভা, একনেকে চার প্রকল্পে ১২২২ কোটি টাকা অনুমোদন