সোনালী ব্যাংকের সাথে ট্যুরিজম বোর্ডের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতাধীন ট্যুর অপারেটরদের থেকে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ট্যুর অপারেটররা তাদের বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআইডিআরএ’র চেয়ারম্যান আসলাম আলমকে পপুলার লাইফের শুভেচ্ছা ও অভিনন্দন