নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহায়তায় ৩২ সদস্যবিশিষ্ট প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ প্যানেল তল্লাশি কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে প্যানেল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের বিষয় নির্দেশনা দিয়ে সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।
নব গঠিত প্যানেলে সাত উপপরিচালক, ১৯ সহকারী পরিচালক এবং ছয়জন উপসহকারী পরিচালকের নাম সংযুক্ত করা হয়েছে।
এর আগে, ২৫ আগস্ট ছয় সদস্যবিশিষ্ট একটি প্যানেল গঠন করেছিল দুদক।
এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, দুদকের গঠিত প্যানেল মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। তারা কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।