ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজন আটক।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। আখাউড়া সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। এ সময় আরও দুইজনকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীরবাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫ এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।’
আটক বাকিরা হলেন— আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদের আখাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।