শাজাহান খানের এপিএস জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাবের এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পরের দিন (শুক্রবার) রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে তাকে নৌপরিবহণ মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহণ মন্ত্রী থাকাকালীন তার বিরূদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।

শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধএকমাসে ১৯৮টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে : ড. ইউনূস
পরবর্তী নিবন্ধআইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা