বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

খুব শিগগিরই চলতি বছরের রফতানিলক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধএস আলম গ্রুপের গাড়িতে চড়ায় সালাহউদ্দিনের দুঃখপ্রকাশ
পরবর্তী নিবন্ধসিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৮৫