ঢামেকে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) হামলার প্রতিবাদে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে ঢামেক সভাকক্ষে আলোচনায় উপস্থিত হন তিনি।

এসময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢামেক চিকিৎসকরাসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ধূমপান করলেন ধোনির স্ত্রী