পুলিশ সদস্যদের পোস্টিংয়ের ভয় দেখিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

পোস্টিংয়ের নামে প্রতারণা ও অর্থ দাবির ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তরে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি সংস্কার করবে সরকার : ফারুক-ই-আজম