আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বৃহস্পতিবার সিএনএনকে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচিত হলে তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে দ্রব্যমূল্য কমানোসহ নীতি পরিবর্তনের মাধ্যমে ‘মধ্যবিত্তকে সমর্থন ও শক্তিশালী করা।’
২০১৯ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকে অভিবাসন ও জলবায়ু সংক্রান্ত নীতিগুলোর ব্যাপারে কেন আরও মধ্যপন্থী হয়ে উঠেছেন তার কারণ জানতে চাওয়া হয়েছিল হ্যারিসের কাছে।
তিনি বলেন, ‘আমি মনে করি আমার নীতিগত দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল আমার মূল্যবোধ পরিবর্তিত হয়নি।’
তার পরিবর্তিত অবস্থান সম্পর্কে জানতে চাইলে হ্যারিস জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে ২০১৯ সালে প্রবর্তিত একটি বিস্তৃত ডেমোক্রেটিক প্রস্তাব গ্রিন নিউ ডিলের প্রতি তার আগের সমর্থনের কথা উল্লেখ করেছেন।
হ্যারিস বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটিতে কাজ করেছি যে জলবায়ু সংকট বাস্তব, এটি একটি জরুরি বিষয়।’
অভিবাসন বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
হ্যারিস জানান, তিনি বিস্তৃত সীমান্ত আইনের জন্য পুনরায় চাপ দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনকে কঠোর করবে এবং সীমান্ত পারাপারের বিরুদ্ধে ‘আমাদের আইন প্রয়োগ করার’ প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এমন আইন আছে যা অনুসরণ করতে হবে ও প্রয়োগ করতে হবে, লোকদের বলতে হবে, যারা অবৈধভাবে আমাদের সীমান্ত অতিক্রম করে তাদের সাথে মোকাবিলা করতে হবে।’