ফেনীর ২ উপজেলায় কমতে শুরু করেছে পানি

নিউজ ডেস্ক
দুইদিন বৃষ্টি না হওয়ায় ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও জেলা শহর ও সোনাগাজী উপজেলার সর্বত্র প্লাবিত। শনিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলার ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, জেলায় তিন লাখের বেশি মানুষ বন্যা আক্রান্ত। এ পর্যন্ত ২০ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ছাত্র-জনতা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার কাজ চলমান আছে। এ পর্যন্ত বন্যাকবলিতদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাড়ে ৫০০ টন চাল এবং ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধত্রিপুরায় আরও ভারী বৃষ্টির শঙ্কা
পরবর্তী নিবন্ধছাত্ররা ক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে :আসিফ মাহমুদ