নিউজ ডেস্ক :
দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ গণত্রাণ সংগ্রহে নগদ ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা জমা হয়েছে। পরে সামজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, আজকে আমরা ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা এবং খাদ্য ও জরুরি সামগ্রী সংগ্রহ করেছি। বিকাশ মার্চেন্ট একাউন্টটিতে কারিগরি সমস্যা হয়েছিল কিছুটা। বর্তমানে সেটির সমাধান হয়েছে। আপনারা ফান্ড পাঠাতে পারেন।
তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবারও সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে।