বিনোদন ডেস্ক
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়। প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন ।
এদিকে দেড়মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যানচলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।
আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি। পোস্ট করে এ সঙ্গীতশিল্পী লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।’
পোস্টের কমেন্ট বক্সে মাহমুদ হাসান নামে একজন লিখছেন, ‘আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করুন। আমাদের উচিত যে সকল ভাইদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে তাদের সাহায্য করা। তাদের খোঁজখবর নেওয়া ও খাবারদাবার পৌঁছে দেওয়া।’
মাদিহা তিশা নামে আরেকজন লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারাদেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
আজিজ উল্যাহ পাটোয়ারীর ভাষ্য, ‘বিশেষ করে ফেনীর ফুলগাজী পরশুরাম মুন্সিরহাট পানির নিচে তলিয়ে আছে। কেউ যদি পারেন শুকনা খাবার স্পিডবোট বা নৌকা দিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসুন।’
উল্লেখ্য, গত ২ আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙনের দেখা দিয়েছিল। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে আবারও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।